ঢাবি ও শাহবাগ মেট্রোরেল স্টেশন সাময়িক বন্ধ থাকবে সোমবার

বাংলা নববর্ষ ১৪৩২ সুষ্ঠুভাবে উদযাপন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশন দুটি সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

রবিবার (১৩ এপ্রিল) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটি জানায়, নববর্ষ উপলক্ষে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসমাগম বেশি হওয়ায়, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের সহযোগিতা কামনা করেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.