ঢাকা-টাঙ্গাইল রেল রুটের গাজীপুরের সালনা এলাকায় চিলহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল রেলওয়ে সড়কের সালনা এলাকায় ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে কেউ আহত হননি।
এ তথ্য নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের জন্য কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন ইতিমধ্যে তেজগাঁও স্টেশন অতিক্রম করেছে। নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিলহাটি এক্সপ্রেস ট্রেন দুপুর আড়াইটা দিকে গাজীপুর মহানগরীর সালনা ব্রিজের কাছে পৌঁছলে ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-টাঙ্গাইল রেল রুটে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত চারটি বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাবনার পাকশী বিভাগীয় কার্যালয়ের পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম প্রথম আলোকে বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে পুরো উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে আসছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.