প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিন শিশুদের জন্য ১ লাখ রুপি

ব্যাটাররা ছক্কা মারলে কিংবা বোলাররা উইকেট নিলেই লাভবান হবে ফিলিস্তিনও। ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতান্সের মালিক আলী খান তারিন। প্রতিটি ছক্কা ও উইকেটে তাদের জন্য তহবিলে যোগ হবে এক লাখ পাকিস্তানি রুপি।

গতকাল প্রথম ম্যাচ খেলেছে মোহাম্মদ রিজওয়ানের মুলতান। টুর্নামেন্টে আরও অন্তত ৯টি ম্যাচ খেলবে তারা। তাদের তহবিলে এরই মাঝে যোগ হয়েছে ১৫ লাখ রুপি। টুর্নামেন্ট যত সামনের দিকে এগিয়ে যাবে ততই বাড়বে অর্থের পরিমাণ।

মুলতান সুলতান্সের মালিক আলী খান তারিন বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।’

গত ১৮ মার্চ থেকে টানা দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে &ফিলিস্তিনের গাজায় আবারও হামলা জোরদার করেছে &ইসরায়েল। এরপর থেকে তারা গাজায় আরও বড় এলাকা দখল করেছে। তাদের হামলায় এরই মাঝে ৫০০ শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। এমন নাশকতাপূর্ণ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গাজা ও &ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছেন। বাংলাদেশেও গতকাল মার্চ ফর গাজায় অংশ নিয়েছেন কয়েক লাখ মানুষ। চলতি পিএসএলে মুলতানের পরের ম্যাচ ১৬ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.