ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেছেন বিপুল সংখ্যক মানুষ।
শনিবার বিকেল ৩টা থেকে মূল কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর শনির আখড়া-যাত্রবাড়ি রুট, টঙ্গি, উত্তরা, কেরানীগঞ্জ, গাবতলী, শ্যামলী দিয়ে বাসসহ বিভিন্ন যানবাহন চেপে এবং হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানের যেতে থাকেন লাখো মানুষ।
ফিলিস্তিনের পতাকা, মাফলার, টি-শার্ট, মাথার ব্যান্ডসহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে জড়ো হয়েছেন তারা। কর্মসূচি শুরুর ক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই জনস্রোত আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে আগত মিছিল থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট বয়কট’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নেতানিয়াহুর চামড়া, তুলে নেবো আমরা’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’সহ নানান স্লোগান দিতে দেখা যায়।
‘মার্চ ফর গাজা’ ও গণজমায়েত কর্মসূচিতে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনসহ রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
এ ছাড়া প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতারা দলে দলে এ কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.