খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক

খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সিএসআর তহবিলের আওতায় বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই সহায়তা প্রদান করেছে ব্যাংকটি।

সম্প্রতি এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধাক্ষ অধ্যাপক ড. মোঃ নূর উন নবী-এর হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলোজি বিভাগের প্রধান অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম; এগ্রোটেকনোলোজি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মোঃ মতিউল ইসলাম উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম উদ্দীন খান, আবিদুর রহমান চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সি এস আর বিভাগের প্রধান মো: মুশফিকুর রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সাউথইস্ট ব্যাংক ইতিপূর্বে শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকা; বাংলাদেশ  এগ্রিকালচারাল  ইউনিভার্সিটি , ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান  এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, গাজীপুর; চট্টগ্রাম  ভেটেরিনারি  এন্ড  এনিম্যাল সাইন্সেস  ইউনিভার্সিটি, চট্টগ্রাম; সিলেট এগ্রিকালচারাল  ইউনিভার্সিটি; হবিগঞ্জ এগ্রিকালচারাল  ইউনিভার্সিটি; হাজী মোহাম্মদ  দানেশ  সাইন্স  এন্ড   টেকনোলজি  ইউনিভার্সিটিকে  অনুরূপ বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে।

এই আর্থিক সহায়তা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের কৃষি গবেষণা ও জাতীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সাউথইস্ট ব্যাংকের প্রতিশ্রুতির ধারাবাহিক প্রতিফলন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.