আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) মো. মজিবুর রহমানকে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাকে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে তিনি একযোগে ব্যাংকটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম ও নির্বাহী দায়িত্বে ভূমিকা পালন করবেন।
এই সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংকটির সার্বিক কার্যক্রমে গতি আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানা গেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.