চীনের নার্সিংহোমে আগুন, নিহত ২০

চীনের উত্তরাঞ্চলে একটি নার্সিংহোমে আগুনে ২০ জন নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (৯ এপ্রিল) দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টায় হেবেই প্রদেশের চেংদে শহরে আগুনের সূত্রপাত হয়। ছয় ঘণ্টা পর ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহত আরো ১৯ জনকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আগুনের কারণ সম্পর্কে এখনো কিছু জানা না গেলেও নার্সিংহোমের নিরাপত্তার দায়িত্বে থাকা একজনকে গ্রেফতার করেছে প্রশাসন।

শিথিল ভবন নীতি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাবে চীনে প্রায়ই বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি বছরের জানুয়ারিতে বেইজিংয়ের উত্তর-পশ্চিমে ঝাংজিয়াকো শহরের একটি সবজি বাজারে আগুন লেগে আটজন নিহত এবং ১৫ জন আহত হয়েছিল। এর এক মাস আগে, পূর্ব চীনের রংচেং শহরে একটি নির্মাণ স্থানে আগুন লেগে নয়জন মারা যান।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.