চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এডিবির ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
প্রবৃদ্ধির এই হিসাব ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের আগে করা হয়েছে বলে জানিয়েছে এডিবি। তবে এডিবির ঢাকা কার্যালয়ের অর্থনীতিবিদ চন্দন সাপকোটা বলেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক পুরোপুরি আরোপিত হলে প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হবে। এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর গড় মূল্যস্ফীতি হতে পারে ১০ দশমিক ২ শতাংশ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.