রাজধানী ঢাকাসহ সারাদেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের প্রেক্ষিতে বাংলাদেশ অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাসের ফেসবুক পেজে নাগরিকদেরকে নিরাপত্তা সংক্রান্ত কিছু পরামর্শও দেওয়া হয়েছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করে নানা সংগঠন। রাজধানীর বারিধারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে এবং আশপাশের এলাকায়ও একাধিক কর্মসূচি পালিত হয়েছে। তবে সকাল থেকেই পুলিশ যথেষ্ট সতর্ক ছিল। এছাড়া সেনাসদস্যরা দূতাবাসের সামনে অবস্থান নিয়ে মানবপ্রাচীর তৈরি করেন। বিক্ষোভকে ঘিরে মার্কিন দূতাবাসসহ গুলাশান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি বিজিবি, এপিবিএন, এসবি, সিআইডি, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরাও সক্রিয় ছিল।
উদ্ভূত পরিস্থিতিতে দুপুরের পর যুক্তরাষ্ট্র দূতাবাসের সেবাসমূহ সীমিত করা হয়। পাশাপাশি নিজ দেশের নাগরিকদেরকে তাদের নিজ নিজ নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা, যে কোনো ধরনের বিক্ষোভ ও বড় সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। নাগরিকদের দেওয়া অন্যান্য পরামর্শের মধ্যে রয়েছে-সংশ্লিষ্ট এলাকা, ভিড় ও যে কোনো কর্মসূচি এড়িয়ে চলা; স্থানীয় গণমাধ্যম থেকে পরিস্থিতির খবরাখবর সম্পর্কে হালনাগাদ থাকা এবং জরুরী যোগাযোগের প্রয়োজনে পর্যাপ্ত চার্জসহ একটি মোবাইল ফোন সঙ্গে রাখা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.