দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদুল ফিতর পরবর্তী প্রথম কার্যদিবস রোববার (০৬ এপ্রিল) মূল্যসূচকের মিশ্রপ্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন কমেছে। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৫ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৪ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৪১৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩১৫ কোটি ০৯ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১ টির, কমেছে ২৬২ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩০ টি কোম্পানির বাজারদর।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.