সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজেভাবে বিদায় নেয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে দলটি, হেরেছে টি-টোয়েন্টি সিরিজেও। সামনের দুই মাসে পাকিস্তানের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে।
পাকিস্তানের ভক্তদের আপাতত সেখানেই নজর রাখতে বললেন মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪৩ রানে হেরে ৩-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।
সিরিজ হারের পর রিজওয়ান বলেন, ‘আমরা ফিরে গিয়ে আলোচনা করব কী শিখলাম এই সিরিজ থেকে। পিএসএল উপভোগ করব। এটি আমাদের জন্য বড় একটি টুর্নামেন্ট। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এই সিরিজে ভালো করতে পারিনি, আশা করি পিএসএলে ভালো করব।’
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন সময় পার করছে পাকিস্তান। শেষ ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই হেরেছে তারা। বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ পরিত্যক্ত হয়। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। কিউইদের কৃতিত্ব দিতে ভোলেননি পাকিস্তানের অধিনায়ক।
তিনি আরো বলেন, ‘বাবর আজম ভালো ছন্দে আছে, নাসিম শাহ দুর্দান্ত ব্যাট করেছে। সুফিয়ান বল হাতে দারুণ করেছে। নিউজিল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে তারা সব বিভাগেই ভালো খেলেছে।’
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হচ্ছে ১১ এপ্রিল থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শিরোপাধারী ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। রিজওয়ান সেখানে খেলবেন মুলতান সুলতান্সের হয়ে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.