স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপনারা সত্য ও সঠিক সংবাদ প্রকাশ করুন। সঠিক সংবাদ প্রকাশ করলে কেউ যদি মিথ্যা নিউজ করে তা স্বাভাবিকভাবে অকোজো হয়ে যাবে। অনেকে মিথ্যা সংবাদ দিয়ে বেশি পয়সা আয় করে। আমাদের দেশের মিডিয়ার সঙ্গে অনেক বিদেশি মিডিয়ার ভালো সম্পর্ক রয়েছে, তারাও অনেক সময় মিথ্যা সংবাদ দিতে চায়। কিন্তু আপনারা সত্য সংবাদ দিয়ে মিথ্যাকে কাউন্টার করবেন। এতে তাদের মুখে চুনকালি পড়বে। আমাদের যদি কোনও ভুল থাকে সেটা আপনারা প্রকাশ করেন। তাতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু কোনও মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
লাঙ্গলবন্দের তীর্থস্থানকে পর্যটন কেন্দ্র করার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই স্থানকে কীভাবে পর্যটন কেন্দ্র করা যায় সে বিষয়ে আমরা দেখবো। কিন্তু পর্যটনকেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা একটা পুণ্যভূমি। এটা ধর্মীয় বিষয়। পর্যটকরা এখানে এলে ধর্মীয় ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
স্নান উৎসবে এবার পুণ্যার্থীর সংখ্যা বেশি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্যবারের তুলনায় এবার নদীর পানি ভালো রয়েছে। এবার পুণ্যার্থীর সংখ্যা গতবারের তুলনায় অনেক বেশি। গত রাত থেকে আজ রাত ১২টা পর্যন্ত লগ্নের সময় অনুযায়ী আপনার পুণ্যস্নান করে নেবেন। এখানে কোস্টগার্ড, নৌপুলিশ, সেনাবাহিনী, আনসার, ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনসহ সবাই কাজ করছে।
তিনি আরও বলেন, আমাদের এখানে কোনও ধরনের ভেদাভেদ নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারও কোনও ভেদাভেদ নেই। এখানে আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে আমরা এখানে এসেছি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.