রুশ বাহিনীতে নতুন আরও ১ লাখ ৬০ হাজার সেনা চান পুতিন

যুদ্ধাবসান বা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলইউক্রেনেমান টানাপোড়েনের মধ্যেই নতুন সেনা-সমাবেশের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এবারের সমাবেশের লক্ষ্য রুশ সেনাবাহিনীতে নতুন আরও ১ লাখ ৬০ হাজার সেনার অন্তর্ভুক্তি।

রাশিয়ার বৃহত্তম বার্তাসংস্থা তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সম্প্রতি একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ডিক্রি অনুসারে, আগামী মঙ্গলবার থেকে ১৫ জুলাই পর্যন্ত রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হবে এই সেনা সমাবেশ এবং এর লক্ষ্য থাকবে রুশ বাহিনীতে অন্তত ১ লাখ ৬০ হাজার নতুন মুখ— যাদের যুদ্ধে যাওয়ার ন্যূনতম যোগ্যতা রয়েছে এবং বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পুতিন যে এবারই প্রথম সেনা-সমাবেশের জন্য ডিক্রি জারি করলেন— এমন নয়। ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যুদ্ধ শুরুর কয়েক মাস পরেই প্রথমবারের মতো সেনা-সামবেশ ঘোষণা করে রাশিয়া। প্রথম সমাবেশ থেকে ১৫ হাজারেরও বেশি নতুন মুখকে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেনাবাহিনীতে। তারপর গত বছর বসন্তকালে ফের সমাবেশ ঘোষণা করা হয় এবং সেবার নিয়োগ দেওয়া হয় ২৫ হাজার নুতন সেনাকে।

তবে এবারের সমাবেশের গুরুত্ব ভিন্ন। কারণ প্রথমত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিকে রাশিয়ার বৃহত্তম সমাবেশ বলে গণ্য করা হচ্ছে এবং দ্বিতীয়ত, গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে তিনি অগ্রাধিকার দেবেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.