৮ গোলের রোমাঞ্চে ফাইনালে রিয়াল মাদ্রিদ

শুরুতেই পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে খেলায় ফেরালেন এন্দ্রিক। জমজমাট লড়াইয়ে ৮০ মিনিটে ৩-১ গোলে এগিয়ে গেল রিয়াল সোসিয়েদাদ। হার যখন সন্নিকটে শেষ দিকে অবিশ্বাস্য রোমাঞ্চে ফিরল রিয়াল। তারা টানা দুই গোল করার পর সোয়েসিয়েদাদ আরেক গোল করে খেলা নিয়ে গেল অতিরিক্ত সময়ে। সেখানে দারুণ হেডে বাজিমাত করলেন অ্যান্তনি রুডিগার।

সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেলরের সেমিফাইনালের দ্বিতীয় লেগ ৪-৪ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। প্রথম লেগ জেতায় ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল।

রিয়ালের চার গোলদাতা হলেন এন্দ্রিক, জুড বেলিংহ্যাম, চুয়ামেনি ও রুডিগার। আর সোসিয়েদাদের হয়ে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল, এক গোল করেন আন্দের বারেনেচিয়া। অন্য গোলটি আত্মঘাতী থেকে।

রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচেই বল দখলে রাখে এবং অনেক আক্রমণ করে। তারা ২৬টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। ভিনিসিউস আর এন্দ্রিক আরো কিছু সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচ অতিরিক্ত সময়ে যেত না।

অন্যদিকে, রিয়াল সোসিয়েদাদ ১১টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে এবং ৪টি গোল হয়। তারা হার না মেনে লড়াই করে।

১৬ মিনিটে সোসিয়েদাদ পাল্টা আক্রমণে গোল করে।  ৩০ মিনিটে এন্দ্রিক গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান।৬১ মিনিটে বেলিংহ্যামের শট গোলরক্ষক রুখে দেন।

৬৫ মিনিটে এন্দ্রিকের বদলে এমবাপ্পে নামেন। কিছুক্ষণ পর আলাবার আত্মঘাতী গোলে সোসিয়েদাদ এগিয়ে যায়। ৮০ মিনিটে আলাবার গায়ে লেগে সোসিয়েদাদের আরেকটি গোল হয়। তৈরি হয় মহানাটক।

৮২ মিনিটে বেলিংহ্যাম গোল করে ব্যবধান কমানোর তিন মিনিট পর চুয়ামেনি গোল করে সমতা ফেরান। যোগ করা  সময়ে ওইয়ারসাবাল গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান।

অতিরিক্ত সময়ে নাটকের চূড়াঞ্চ।  ১১৫ মিনিটে রুডিগার দারুব হেডে দলকে জেতান।

ফাইনালে  বার্সেলোনা অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.