মাঝ চৈত্রে বাংলাদেশের রাজধানীসহ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ। ঈদের তিনদিনেও এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাই এই সময়ে তৈলাক্ত খাবার পরিহারের পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা।
এক মাসের সিয়াম সাধনার পর মুসলিমদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মানুষ ফিরেছে নীড়ে, প্রিয়জনের সাথে পালন করছেন ঈদ। সবখানে উৎসবের আয়োজন।
আবহাওয়াবিদরা বলছেন, দেশের নানাপ্রান্তে চলছে মাঝারি তাপপ্রবাহ। সেটি অব্যাহত থাকবে। ঢাকাসহ প্রায় সারাদেশে নেই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে সিলেট বিভাগের কিছু স্থানে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.