সুদানের রাজধানী খার্তুমের দখল নিয়েছে দেশটির সামরিক বাহিনী। সেখান থেকে র্যাপিড সাপোর্ট ফোর্সেসের যোদ্ধাদের তারা সরিয়ে দিয়েছে। আধাসামরিক গোষ্ঠীর কাছে রাজধানী হারানোর প্রায় দুই বছর পরে তারা আবার সেটি ফিরে পেল।
সামরিক মুখপাত্র নাবিল আব্দুল্লাহ এক বিবৃতিতে গত বৃহস্পতিবার আল জাজিরাকে বলেছেন, আমাদের বাহিনী আজ জোরপূর্বকভাবে খার্তুমের স্থানীয় এলাকায় থাকা দাগলো সন্ত্রাসী মিলিশিয়ার অবশিষ্ট অংশ সরিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, আরএসএফের নেতৃত্বে রয়েছে মোহাম্মেদ হামাদান দাগলো। তারা ২০২৩ সালের এপ্রিল থেকে সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে।
সামরিক প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান রাজধানীকে আরএসএফের হাত থেকে মুক্ত ঘোষণা করেছেন। তিনি নতুন করে দখল করা প্রেসিডেনশিয়াল প্যালেসের ভেতর থেকে ওই ঘোষণা দেন।
সামরিক বাহিনী দেড় বছর ধরে পরাজিত হয়ে আসছিল। পরে তারা পাল্টা আক্রমণ শুরু করে এবং ধীরে ধীরে কেন্দ্রীয় সুদানের মধ্য দিয়ে রাজধানীর দিকে অগ্রসর হয়।
আল-জাজিরার হিবা মরগান জানান, দক্ষিণের জেবেল আওলিয়া এলাকা দখলের পর সামরিক বাহিনী শহরটি পুনর্দখলে সক্ষম হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.