ফেন্টানিলের কাঁচামাল সরবরাহকারী ভারত, বলল যুক্তরাষ্ট্র

সিনথেটিক আফিমজাত ভয়াবহ মাদক ফেন্টানিলের (ফেন্টানাইল সাইট্রেট নামেও পরিচিত) অবৈধ বাজারে চীনের সঙ্গে ভারতকেও সরবরাহকারী হিসেব দায়ী করল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়ন (এটিএ) প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারত ও চীন মাদক উৎপাদনকারী অপরাধী চক্রের কাছে সরাসরি ও পরোক্ষভাবে ফেন্টানিল তৈরির রাসায়নিক সরবরাহ করে থাকে। শুধু তাই নয়, এই মাদক তৈরির উপাদান ‘রাষ্ট্রীয়ভাবে’ সরবরাহ করা হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের (ডিএনআই) পরিচালক তুলসী গ্যাবার্ডের কার্যালয় থেকে মঙ্গলবার (২৫ মার্চ) এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বুধবার (২৬ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রের এটিএ প্রতিবেদনে বলা হয়, এই চক্রগুলো (আন্তর্জাতিক অপরাধী সংগঠন) প্রায়শই চীন ও ভারতের মাধ্যমে মাদক পাচারের জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও সরঞ্জাম পায়। অবৈধ ফেন্টানিল তৈরির রাসায়নিক ও পিল তৈরির সরঞ্জামের প্রধান উৎস চীন। এর পরই ভারতের অবস্থান।

এবারই প্রথম যুক্তরাষ্ট্র ফেন্টানিলের মতো মাদক তৈরির রাসায়নিক সরবরাহের অভিযোগে ভারতকে চীনের মতো করে চিহ্নিত করল। গত বছরের প্রতিবেদনে মেক্সিকোর চক্রগুলো ভারতসহ অন্যান্য দেশ থেকে কম পরিমাণে রাসায়নিক সংগ্রহ করত বলে উল্লেখ করা হয়। সেখানে চীনকে প্রধান সরবরাহকারী হিসেবে চিহ্নিত করা হয়।

এই প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশ করা হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক সমস্যা মোকাবিলাকে রাজনৈতিক অগ্রাধিকার দিচ্ছেন এবং সেটি দেশটির বৈদেশিক নীতিকেও প্রভাবিত করছে।

চলতি মাসের শুরুতে ট্রাম্প স্পষ্ট জানান, ‘যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের মহামারি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত তার প্রশাসন বিশ্রাম নেবে না।’

যুক্তরাষ্ট্রের মতে, ফেন্টানিল যুক্তরাষ্ট্রে পাচার হওয়া সবচেয়ে মারাত্মক মাদক। এটি একটি অত্যন্ত শক্তিশালী কৃত্রিম আফিম-সদৃশ ঔষধ যা প্রাথমিকভাবে ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়। ফেন্টানাইল মরফিনের চেয়ে ৫০ থেকে ১০০ গুণ বেশি শক্তিশালী। ফেন্টানাইল খুব দ্রুত কাজ করে এবং তুলনামূলক অল্প পরিমাণে গ্রহণ করলেও ওভারডোজ হতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.