হলুদ কাপড়ে মুখ ঢেকে গোমটা দিয়ে আদালতে আ.লীগ নেতা

মাথায় হলুদ রঙের কাপড় দিয়ে গোমটা পরিয়ে ও হাতে হাতকড়া লাগিয়ে পুলিশের কড়া নিরাপত্তায় ঢাকা থেকে গ্রেফতার হওয়া বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশকে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বান্দরবান জেলা ও দায়রা জজ আদাল‌তের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে তোলা হলে তিনি আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাসকে।

এদিকে গ্রেফতারের পর ওই দিন দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে নিয়ে যাওয়া হয় তাকে। পরে সেখান থেকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ সকালে বান্দরবানে আনা হয় তা‌কে।

বান্দরবা‌নের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম বলেন, লক্ষ্মীপদ দাসের বিরুদ্ধে নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে বান্দরবান থানায়। এ ছাড়াও দুর্নীতি দমন (দুদক) আইনসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্ন স্থানে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.