ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভ

ব্যাপক ইসরায়েলি হামলার মাঝেও অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনি। গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবিতে এই বিক্ষোভ করেছেন তারা। বুধবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় হামাস-বিরোধী বৃহত্তম বিক্ষোভে শত শত মানুষ অংশ নিয়েছেন। তারা স্বাধীনতাকামী এই গোষ্ঠীর ভূখণ্ডের শাসন ক্ষমতা থেকে সরে আসার দাবিতে রাস্তায় নেমেছেন।
তবে মুখোশধারী হামাস যোদ্ধারা — যাদের মধ্যে কেউ কেউ বন্দুক এবং কেউ কেউ লাঠিসোটা নিয়ে — বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করেন এবং জোরপূর্বক ছত্রভঙ্গ করে দেন। বিক্ষোভকারীদের হামাসবিরোধী স্লোগানও দিতে শোনা যায়।
সোশ্যাল মিডিয়ায় হামাসের সমালোচনাকারী কর্মীদের ব্যাপকভাবে শেয়ার করা বেশ কিছু ভিডিওতে মঙ্গলবার উত্তর গাজার বেইত লাহিয়ার রাস্তায় যুবকদের মিছিল করতে দেখা গেছে। ভিডিওতে তাদেরকে “বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, হামাস বেরিয়ে যাও” স্লোগান দিতে শোনা যায়।
তবে হামাসপন্থি সমর্থকরা ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সশস্ত্র দলটিকেই সমর্থন করেছেন। তারা বিক্ষোভের তাৎপর্যকে খাটো করে দেখেছেন এবং অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক বলে অভিযোগ করেছেন। অবশ্য হামাস এখনও কোনও মন্তব্য করেনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.