দরপতনের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ

প্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৮ শতাংশ। তাতে দরপতনর শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনর শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিক্সের দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৭৮ শতাংশ। আর ৪ দশমিক ৬৫ শতাংশ দর পতন হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ওরিয়ন ইনফিউশন।

আজ ডিএসইতে দরপতনর শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার, ন্যাশনাল ফিড, ইস্টার্ন লুব, ক্রাউন সিমেন্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ, মেঘনা কন্ডেন্সড মিলক এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.