ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি আছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক।
ঘটনাটি ঘটে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করেছেন তামিম। যেখানে টস হারায় ফিল্ডিং করতে হচ্ছে মোহামেডানকে। ফিল্ডিং করার এক পর্যায়ে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাৎক্ষণিকভাবে ফিল্ডিং করা বাদ দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান তিনি।
শুরুতে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় হেলিকপ্টার ডেকে পাঠানো হয়। তবে বিকেএসপির মাঠে হেলিকপ্টার আনা হলেও সেটাতে চড়তে পারেননি তামিম। সেই সময় অবস্থার আরও অবনতি হওয়ায় দ্রুততার সঙ্গে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ইমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ট্রপোনিন আই পরীক্ষা করানো হয়েছে।
হার্টের ক্ষতির ঝুঁকি এবং মাত্রা শনাক্ত করতেই এই পরীক্ষা করানো হয়। জানা গেছে, সেটার ফলাফল পজিটিভ এসেছে। অর্থাৎ হার্ট অ্যাটাক করেছেন তামিম। প্রাথমিক পরীক্ষা শেষে ঢাকায় ফিরতে চেয়েছিলেন তামিম। এমন অবস্থায় আবারও বিকেএসপিতে ফিরতে চাচ্ছিলেন তিনি। যদিও তখন আবারও বুকে ব্যথা শুরু হওয়ায় আবারও হাসপাতালে ফিরে যেতে হয় বাংলাদেশের সাবেক অধিনায়ককে। অবস্থা গুরুতর হওয়ায় মাঝে কিছুক্ষণ লাইফ সাপোর্টে ছিলেন তামিম। এরপর এনজিওগ্রাম পরীক্ষার মাধ্যমে তামিমের হার্টে একটি ব্লক খুঁজে পায় ডাক্তাররা। তৎক্ষণাত তাকে একটি রিং পরানো হয়েছে। এরপর কার্ডিয়াক কেয়ার ইউনিটে তামিমকে পর্যবেক্ষণে রাখে চিকিৎসকরা। অবস্থার খানিকটা উন্নতি হলে ঢাকায় নিয়ে আসা হতে পারে বাঁহাতি এই ওপেনারকে।
এদিকে আজ দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেশ কিছু জরুরি বিষয় নিয়ে সভায় বসার কথা ছিলো বিসিবির পরিচালনা পর্ষদের, কিন্তু তামিমের গুরুতর অসুস্থতার খবর পেয়ে তা স্থগিত করা হয়েছে। সভা স্থগিত হলেও ঢাকা প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচই চলমান আছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.