দুইশ হলো না কলকাতার

কুইন্টন ডি ককের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়ে তোলেন আজিঙ্কা রাহানে ও নারিন। তাদের দুজনের আক্রমণাত্বক ব্যাটিংয়ে দুইশ ছাড়ানো পুঁজির স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত থামতে হয়েছে ১৭৪ রানে। শেষের দিকে আন্দ্রে রাসেল, রিংকু সিংদের ব্যর্থতার মাঝেও ৩০ রান করেছেন রাঘুবংশী।

 

ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। ইনিংসের প্রথম ওভারেই কুইন্টন ডি ককের উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। জশ হেজেলউডের ব্যাক অব লেংথ ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে জিতেশের গ্লাভসে ক্যাচ দিয়েছেন সাউথ আফ্রিকান এই ওপেনার। আরেক ওপেনার নারিন খানিকটা চাপে থাকলেও তিনে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন রাহানে।

 

অধিনায়কের ব্যাটে এগিয়ে যেতে থাকে কলকাতা। চার-ছক্কার বৃষ্টিতে মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রাহানে। পাওয়ার প্লে শেষ হওয়ার পর ডানহাতি ব্যাটারের সঙ্গে রান তোলার গতি বাড়িয়ে দেন নারিনও। যদিও পঞ্চাশ ছোঁয়া হয়নি তার। রাসিক সালামের অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা ডেলিভারিতে আউট সাইড এজ হয়েছেন ২৬ বলে ৪৪ রানের ইনিংস খেলা নারিন। বাঁহাতি ওপেনারের বিদায়ে ভাঙে রাহানের সঙ্গে ১০৩ রানের জুটি।

 

নারিন ফেরার একটু পর আউট হয়েছেন রাহানেও। ক্রুনাল পান্ডিয়ার বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে রাসিককে ক্যাচ দিয়েছেন ৩১ বলে ৫৬ রান করা কলকাতার অধিনায়ক। তাদের দুজনের বিদায়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলকাতা। রাসেল, রিংকু সিংরা ব্যর্থ হলেও রাঘুবংশী ৩০ রান করেছেন। ক্রুনাল, হেজেলউডদের আঁটসাঁট বোলিংয়ে ১৭৪ রানের বেশি করতে পারেনি তারা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.