সুদানের প্রেসিডেনশিয়াল প্যালেস পুনরুদ্ধার করল সেনাবাহিনী

সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত প্রেসিডেনশিয়াল প্যালেস পুনরুদ্ধার করেছে দেশটির সশস্ত্র বাহিনী (এসএএফ)। যুদ্ধবিধ্বস্ত দেশটির বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণকারী বিদ্রোহী মিলিশিয়ার বিরুদ্ধে এটকে গুরুত্বপূর্ণ বিজয় বলে মনে করা হচ্ছে।

শুক্রবার (২১ মার্চ) সিএনএন এক প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করেছে।

২০২৩ সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) তুমুল যুদ্ধ চলছে। সশস্ত্র সংঘাত সংক্রান্ত তথ্য সংগ্রহকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা ইনিশিয়েটিভ (এসিএলইডি) জানায়, এই সংঘাত বিশ্বের অন্যতম গুরুতর মানবিক সংকট তৈরি করেছে। যার ফলে ২৮ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। ১ কোটি ১০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরএসএফ খার্তুম এবং সুদানের কেন্দ্রীয় ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছিল। শুক্রবার (২১ মার্চ) দেশটির সরকার জানায়, তাদের সৈন্যরা পুনরায় প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে, রাজধানী পুনরুদ্ধারের অভিযান অব্যাহত রাখবে।

দেশটির তথ্যমন্ত্রী খালিদ আল-আইসার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, আজ পতাকা উত্তোলিত হয়েছে, প্রাসাদ ফিরে এসেছে এবং বিজয় সম্পন্ন না হওয়া পর্যন্ত যাত্রা অব্যাহত থাকবে।

আরএসএফ মিলিশিয়ার দখলে এখনো খার্তুমের কিছু অংশ, দারফুরসহ দেশের পশ্চিম, দক্ষিণ এবং মধ্য অঞ্চল নিয়ন্ত্রণে রয়েছে। সেই অঞ্চলগুলোতে জাতিগত হত্যাকাণ্ড সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এসএএফ দেশের পূর্ব ও উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.