বকেয়া বেতন দাবিতে বিক্ষোভ করেছেন ফু-ওয়াং ফুডসের শ্রমিকরা

গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় বিক্ষোভ করেছেন ফু-ওয়াং ফুডসের শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছেন তাঁরা।

জানা গেছে, বকেয়া বেতন দাবিতে গতকাল সকাল ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুড লিমিটেডের শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ৯টার দিকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ দেখান। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শিল্প পুলিশ, জয়দেবপুর থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেতন দেওয়ার আশ্বাস দিলে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে,

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে দাঁড়িয়ে অবরোধ ও বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু করে।

এতে ওই মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.