প্রতি বছরের মত এবারও যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মেলা ম্যানস অ্যাপারেল গিল্ড ইন ক্যালিফোর্নিয়া, ম্যাজিক লাস ভেগাস শো। আগামী ১৮ থেকে ২০ আগস্ট তিনদিন এই মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় বিশ্বের বিভিন্ন দেশের পণ্য উৎপাদক ও রপ্তানিকারকরা তাদের পণ্য প্রদর্শন করবেন। প্রতিষ্ঠানগুলো সাধারণত এ মেলা থেকে বড় অংকের রপ্তানি আদেশ পেয়ে থাকে।
দেশের তৈরি পোশাকসহ রপ্তানি খাতকে প্রমোট করার লক্ষ্যে একযুগেরও বেশি সময় ধরে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এতে অংশ নিয়ে আসছিল। ইপিবির ছাতার নিচে দেশের তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা তাদের পণ্য প্রদর্শন করেছে, যেখান থেকে পাওয়া গেছে বিপুল রপ্তানি আদেশ। কিন্তু স্থানীয় এজেন্ট সংক্রান্ত জটিলতায় গত বছর ইপিবি এই মেলায় অংশ নিতে পারেনি। এবারও অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত। তাতে সম্ভাব্য রপ্তানি আদেশ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন তৈরি পোশাক খাতসহ রপ্তানিমুখী শিল্প খাতের উদ্যোক্তারা।
উল্লেখ, যুক্তরাষ্ট্রের ইনফরমা মার্কেটস নামের কোম্পানি নিয়মিত এই মেলার আয়োজন করে থাকে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মেলা হিসেবে পরিচিত। এই মেলা প্রতিবার বিপুল সংখ্যক ক্রেতা এবং ব্যবসায়ীর সমাগম ঘটে। এখানে পোশাক, অ্যাকসেসরিজ, ফুটওয়্যার, গৃহস্থালী সামগ্রী এবং উপহার সামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানীকারকরা এ মেলায় অংশগ্রহণ করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো ভর্তুকিসহ এই মেলায় অংশ নিত। লর্ড কর্পোরেট নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে সমন্বয় করতো। এই প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়মের কারণে ইপিবি বর্তমানে মেলায় অংশ নিচ্ছে না। এর ফলে কেবল মেলার আয়োজকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বাংলাদেশের পোশাক ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পোশাক শিল্পের এক কর্মকর্তা বলেন, ম্যাজিক লাস ভেগাসের আয়োজক তাদের বাংলাদেশ স্থানীয় এজেন্ট লর্ড কর্পোরেটকে পরিবর্তন করা উচিত। ইপিবি মেলাটি আয়োজনে আগ্রহী। কিন্তু লর্ড কর্পোরেট এর অনিয়ম ও অসহযোগিতায় তারা অংশ নিতে পারছে না। লর্ড কর্পোরেটকে পরিবর্তন করে অন্য কোনো যোগ্য প্রতিষ্ঠানকে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হলে এ জটিলতার অবসান হতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.