মোঃ সানাউল্লাহ, পিতা: মৃত ইউসুফ মৃধা, মাতা: ফেরদৌসী বেগম, গ্রাম: করফাকর, পোস্ট: আউয়ার, থানা: বানারীপাড়া, জেলা: বরিশাল, বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর স্মারক নংঃ বিআইসিএম/প্রশাসন/নিয়োগ ২০২৩/০০২/২৩-১০৪; তারিখঃ ০২ অক্টোবর ২০২৩ এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে গাড়িচালক (মুক্তিযোদ্ধা কোটা) পদে আবেদন করেন। তিনি চাকরির আবেদনপত্রে আজিজ এন্ড কোম্পানি লিঃ (হাউজ নং- ১৬, রোড নং- ১, ব্লক- বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২)-এ গাড়িচালক হিসেবে ০৬ (ছয়) বছরের কর্ম অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এবং প্রমাণক হিসেবে উক্ত প্রতিষ্ঠানের একটি অভিজ্ঞতার সনদপত্র দাখিল করেন।
ইন্সটিটিউটের স্মারক নংঃ ৫৩.২২.০০০০.১০৩.১১.০০২.২৪.১১০৯; তারিখঃ ১৭ ডিসেম্বর ২০২৪ এর মাধ্যমে জারিকৃত নিয়োগ পত্র অনুসারে মোঃ সানাউল্লাহ ইন্সটিটিউটের গাড়িচালক (শিক্ষানবিশ) পদে ২৪.১২.২০২৪ তারিখে যোগদান করেন। ইন্সটিটিউটের স্মারক নংঃ বিআইসিএম/প্রশাসন/ব্য. ফা./১০৩/১১/০০১/২৪-১২৪১; তারিখঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ এর মাধ্যমে তাঁর অভিজ্ঞতার সনদ যাচাইয়ের জন্য ব্যবস্থাপনা পরিচালক, আজিজ এন্ড কোম্পানি লিমিটেড (হাউজ নং- ১৬, রোড নং- ১, ব্লক- বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২) পত্র প্রেরণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজিজ এন্ড কোম্পানি লিঃ ২৩/০২/২০২৫ তারিখে অভিজ্ঞতা সনদ যাচাই প্রসঙ্গে একটি পত্র বিআইসিএম এ প্রেরণ করে।
প্রতিষ্ঠানটির পরিচালক (এইচ.আর) মুসা কাজেম স্বপন স্বাক্ষরিত উক্ত পত্রে জানানো হয় যে, ‘সানাউল্লাহ, আজিজ এন্ড কোম্পানী লিঃ, রোড নং- ১, হাউজ নং- ১৬, ব্লক- বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২ তে কখনও ড্রাইভার পদে চাকুরী করে নাই, তাহার দাখিলকৃত সনদটি সম্পূর্ণ মিথ্যা।’ একই সাথে মোঃ সানাউল্লাহ কর্তৃক ইন্সটিটিউটে জমাকৃত সনদটি সম্পূর্ণ মিথ্যা হিসেবে সত্যায়ন করেন প্রতিষ্ঠানটির পরিচালক (এইচ.আর) জনাব মুসা কাজেম স্বপন।
বিআইসিএম কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ০৬ নং শর্তে উল্লেখ আছে যে, ‘কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোন সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও, ইন্সটিটিউট কর্তৃক প্রদত্ত তাঁর নিয়োগপত্রের ০৯ নং শর্তানুযায়ী ‘প্রার্থীর কোন তথ্য ও সনদপত্র ভূয়া/মিথ্যা/জালিয়াতি প্রমাণিত হলে এ নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।’
ইন্সটিটিউট কর্তৃক ০২ মার্চ ২০২৫ তারিখে স্মারক নংঃ ৫৩.২২.০০০০.০০০.১০৩.২৭.০০০১.২৪.১২৭২; তারিখঃ ০২ মার্চ ২০২৫ এর মাধ্যমে মোঃ সানাউল্লাহ কে উপর্যুক্ত বিষয়ে কারণ দর্শানো নোটিস প্রদান করা হয়। মোঃ সানাউল্লাহ ১০.০৩.২০২৫ তারিখে উক্ত কারণ দর্শানোর নোটিসের জবাব জমা দেন। কিন্তু তার কারণ দর্শানোর নোটিশের জবাব কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হয় নাই।
এর পরিপ্রেক্ষিতে চাকরির আবেদনপত্রে অভিজ্ঞতার বিষয়ে মিথ্যা তথ্য প্রদান ও ভূয়া অভিজ্ঞতার সনদপত্র দাখিলের মাধ্যমে প্রতারণার আশ্রয় নেয়ায় ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ০৬ নং শর্ত, নিয়োগপত্রের ০৯ নং শর্ত এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট এর কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২৩-এর ৬৫ নং প্রবিধি অনুযায়ী ইন্সটিটিউটের স্মারক নংঃ ৫৩.২২.০০০০.০০০.১০৩.২৭.০০০১.২৪.১২৮৫; তারিখঃ ১১ মার্চ ২০২৫ এর মাধ্যমে গাড়িচালক (শিক্ষানবিশ) পদে তাঁর নিয়োগ ১১ মার্চ ২০২৫ তারিখ হতে বাতিল করা হয়েছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ১১ মার্চ ২০২৫ তারিখ রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। শাহবাগ থানার জিডি নাম্বারঃ ৭৬৮; তারিখঃ ১১.০৩.২০২৫।
নিয়োগ বাতিলের পর থেকে মোঃ সানাউল্লাহ বিভিন্নভাবে বিআইসিএম ও বিআইসিএম এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে যাচ্ছেন, যা বিআইসিএম এর দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায়, মোঃ সানাউল্লাহ কর্তৃক ছড়ানো মিথ্যা, মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য বিবেচনায় না নেয়া এবং তার ব্যাপারে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীত অনুরোধ করা হলো।
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.