মঙ্গলবার আচমকাই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৬। মূলত দখলদার বিমানবাহিনী বোমাবর্ষণ করছে সেখানে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মানবতাবিরোধী এই অপরাধযজ্ঞ হতাহতদের বেশিরভাগই শিশু এবং নারী। গাজা উপত্যকার কোনও এলাকা নতুন করে এসব হামলা থেকে বাদ যায়নি এবং ইসরাইল আবাসিক বাড়ি, স্কুল, শরণার্থী শিবির এবং বাস্তুচ্যুত মানুষের তাঁবুগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
আল-জাজিরা তাদের সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল এবং এরপর অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করেছে। বর্বর এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৫৬ জন ফিলিস্তিনির নিহত এবং অন্যান্য আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এক্স হ্যান্ডেলে ইসরায়েলের সেনা লিখেছে, ‘গাজায় হামাসের পরিকাঠামো লক্ষ্য করে বোমাবর্ষণ করা হচ্ছে।’ এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের সঙ্গে কথা বলে তিনি হতাশ। তারা এখনো ২০২৩ সালের ৭ অক্টোবর অপহরণ করা সমস্ত বন্দিকে মুক্তি দেয়নি। বন্দি প্রত্যার্পণের আলোচনাও তারা বন্ধ করে দিয়েছে।
হামাসের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইসরায়েল সংঘর্ষ-বিরতির চুক্তি ভেঙেছে। তারা গাজায় বসবাসকারী ফিলিস্তিনি মানুষের উপর নতুন করে আক্রমণ শুরু করেছে। হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ব্যাপারে ইসরাইল সরকার এবং নেতানিয়াহুকে জবাবদিহি করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। একইসাথে তারা ইসরাইলি আগ্রাসন বন্ধে জরুরি বৈঠক ডাকার জন্য জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের প্রতিও আহ্বানের আহ্বান জানিয়েছে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যমের দাবি, নতুন করে আক্রমণ শুরু করার আগে ইসরায়েলে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছিল।
এদিকে হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা আমেরিকার একটি যুদ্ধজাহাজে হামলা করেছে। এই জাহাজ যুদ্ধবিমানের জন্য বিশেষভাবে তৈরি বলে জানিয়েছে তারা। আমেরিকার ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকেরিয়ার গ্রুপের জাহাজে তারা আক্রমণ চালিয়েছে। ড্রোন এবং মিসাইল আক্রমণ চালানো হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ওই গ্রুপের জাহাজে এটি তৃতীয় হামলা বলে দাবি করা হয়েছে। জাহাজটি লোহিত সাগরে দাঁড়িয়ে বলে জানানো হয়েছে।
আমেরিকা এখনো পর্যন্ত হুতির এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা লাগাতার হুতি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালাচ্ছে। আমেরিকা জানিয়ে দিয়েছে, হুতিরা লোহিত সাগরে আমেরিকার জাহাজের উপর আক্রমণ বন্ধ না করলে তারা এই হামলা বন্ধ করবে না। সূত্র: ডিডাব্লিউ, পার্সটুডে, রয়টার্স, এপি, এএফপি
The Great Genocide of Children of the 21st Century has resumed tonight. 🇵🇸 https://t.co/wvKKfaNqn5
— Umar Qadmiri (@UmarQadmiri) March 18, 2025
⚡️An entire family was erased from the civil registry in Deir al-Balah, central Gaza Strip. pic.twitter.com/3qbQFUAQ8E
— War Monitor (@WarMonitors) March 18, 2025
— غزة الآن – Gaza Now (@nowgnna) March 18, 2025
A Palestinian child bids the last farewell to his father who was killed in an Israeli attack this morning. pic.twitter.com/OyJDcA2nc9
— Quds News Network (@QudsNen) March 18, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.