ধর্ষণের ঘটনায় ছাত্রদলের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন হোসেন (২০) ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাতকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। অন্যদুজন ছাত্রদল কর্মী জাবের হোসেন (২২) ও আমিরুল ইসলাম (২০)। তাদের সবার বাড়ি গদখালী গ্রামে।

স্থানীয়রা জানান, গদখালী ইউনিয়নের পাটুয়াপাড়া গ্রামে একটি লিচু বাগানে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ৯৯৯ নম্বরে ফোন করলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুলুর রহমান খান ও তার দল ঘটনাস্থল থেকে ওই তরুণীকে উদ্ধার করে। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রাতেই অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান জানান, গ্রেপ্তার ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা জানান, অভিযুক্তদেরকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন কোনো ব্যক্তির দায় নেবে না। ছাত্রদলে অপরাধীদের কোনো স্থান নেই।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.