রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরেই কারাভোগ করছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। এর প্রতিবাদ করতে গিয়ে বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের পেসার আমের জামাল। ২০২৪ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৮০৪ লেখা টুপি পরেছিলেন আমের। যা পাকিস্তানের প্রেক্ষাপটে সরাসরি ইমরান খানের সঙ্গে সম্পর্কিত।
শুরুতে এই ব্যাপারটি চোখ এড়িয়ে গেলেও এবার জানা গেছে ইমরানের কয়েদি নম্বর ৮০৪। এ বছরের জানুয়ারিতে একটি দুর্নীতি মামলায় ইমরানের ১৪ বছরের সাজা হয়েছে। সাবেক এই পাকিস্তানের অধিনায়কের হয়ে প্রতিবাদ করতেই ৮০৪ লেখা সম্বলিত টুপি পড়েছিলেন জামাল। এই বিষয়টি আচরণবিধি লঙ্ঘন হিসেবেই দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই ঘটায় জামালকে ১৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আমের শুধু ৮০৪ লেখা টুপি পড়েই খেলেননি সেই সঙ্গে এই টুপি পড়েই ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। পিসিবি এক্ষেত্রে নিজেদের শক্ত অবস্থানের জানা দিয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের দেশের প্রতিনিধিত্ব করার সময় রাজনৈতিক প্রতীক পরিহার করা উচিত বলে মনে করে দেশটির ক্রিকেট বোর্ড।
এদিকে শাস্তি দেয়া হয়েছে পাকিস্তানের আরও কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন সালমান আলী আঘা, সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিক। তাদেরকে ৫ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। সুফিয়ান মুকিম, আব্বাস আফ্রিদি ও উসমান খানকেও দক্ষিণ আফ্রিকায় সামান্য দেরি করার জন্য ২০০ ডলার করে জরিমানা করা হয়েছিল। যদিও পরবর্তীতে সেই শাস্তি তুলে নেয়া হয় পাকিস্তানের ওয়ানডে সিরিজ জয়ের পর।
পিসিবি সূত্র জিও নিউজকে জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘন ও জরিমানা বিষয়গুলো বোর্ড অভ্যন্তরীণ বিষয় হিসেবেই বিবেচনা করে। ক্রিকেটারদের সম্মানে আঘাত লাগতে পারে সেই ধারণা থেকে এসব বিষয় গণমাধ্যমের সামনে আনা হয় না। তবে এবার এই খবরটি গণমাধ্যমে চলে এসেছে ভেতর থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর থেকেই সমালোচনার মুখে আছেন পাকিস্তানের ক্রিকেটাররা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.