৫ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ২ নারী

রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইনসহ দুই নারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

শনিবার (১৫ মার্চ) গোদাগাড়ী পৌরসনভার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই জন হলেন– ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম (৫৩) এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু (৫৫)।

পুলিশ জানিয়েছে, মৌলভীবাজার থেকে হেরোইন নিতে গোদাগাড়ী এসেছিলেন তাহমিনা বেগম। নাজমা বেগম তার কাছে হেরোইন হস্তান্তর করছিলেন। তখন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.