সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ.লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে মাহজেবিন শিরিন পিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদী শহরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পিয়ার বিরুদ্ধে গেল বছর বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঈশ্বরদী থানা থেকে পাবনা আদালতে পাঠানো হচ্ছে।

পুলিশ জানায়, মাহজেবীন শিরিন পিয়া গাঁ ঢাকা দিয়েছিলেন। তবে মাঝেমধ্যেই তিনি ঈশ্বরদীতে আসতেন। আজ ভোরে ঈশ্বরদীতে অবস্থান করছেন জেনে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পিয়া ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.