দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ মার্চ) মোট ৩৯৪ টি কোম্পানির মধ্যে ১৬৯ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার দিন শেষে রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ০৭ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ০৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ দশমিক ৪৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইসলামীক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি।
এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, তোসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.