আইসিসির মাসসেরা গিল

ব্যাট হাতে আলো ছড়িয়ে ২০২৩ সালের জানুয়ারিতে প্রথমবার আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছিলেন শুভমান গিল। একই বছরের সেপ্টেম্বরেও মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন ডানহাতি এই ওপেনার। এক বছরের বেশি সময় পর আরও একবার মাসসেরা হয়েছেন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে আইসিসির ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন গিল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

নাগপুরে ইংল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেলে ফেব্রুয়ারি মাস শুরু করেছিলেন গিল। পরের ম্যাচে কোটাকে ৬০ রান করেছিলেন তিনি। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০২ বলে খেলেছিলেন ১১২ রানের ইনিংস। যেখানে তিনটি ছক্কার পাশাপাশি ১৪টি চারও মেরেছিলেন। দারুণ ব্যাটিংয়ে সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন ভারতের এই ওপেনার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই ছন্দ ধরে রেখেছিলেন গিল। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে ভারতকে জিতিয়েছিলেন তিনি। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষেও করেছিলেন ৪৬ রান। সবমিলিয়ে ৯৪.১৯ স্ট্রাইক রেট ও ১০১.৫০ গড়ে ৪০৬ রান করেছেন গিল। এমন পারফরম্যান্সে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন।

ক্যারিয়ারে তৃতীয়বারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছেন গিল। ফেব্রয়ারির সেরা হতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে। শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি করেছিলেন স্মিথ। এদিকে পাঁচ ওয়ানডে খেলা ফিলিপস ব্যাট হাতে ২৩৬ রান করেছিলেন ১২৪.২১ স্ট্রাইক। তবে তারা দুজনের কেউই গিলকে টেক্কা দিতে পারেননি।

মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হয়েছেন অ্যালানা কিং। মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। ৪৬.৪ ওভারে ১৫ মেডেনসহ ৯৮ রান খরচায় ৯ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনার। যেখানে প্রথম ইনিংসে চারটি ও দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছিলেন। মাসসেরা হতে পেছনে ফেলেছেন অ্যানাবেল সাদারল্যান্ড ও থাইল্যান্ডের থিপাতচা পুথাওংকে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.