গত ২৪ ঘন্টা ধরে গাজায় ইসরাইলের বর্বর সেনাবাহিনী দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং কমপক্ষে আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল-জাজিরার তথ্য অনুসারে, গাজা শহরের দক্ষিণ-পূর্বে নেটজারিম করিডরের কাছে ইসরাইলি বাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফা শহরের পূর্বে আশ-শাওকা শহরে ইসরাইলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নারী নিহত হন।
এছাড়া, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে ইসরাইলি বাহিনী এক ফিলিস্তিনি মেয়েকে গুলি করে হত্যা করেছে। দক্ষিণ গাজার খান ইউনুস শহরে ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে ইসরাইলি সেনারা গুলি চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরাইলের এসব যুদ্ধবিরতির ফলে হামাস ও ইসরাইলের মধ্যকার চলমান দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনার ঝুঁকির মুখে পড়েছে। ইসরাইলের আগ্রাসন অব্যাহত থাকলে যেকোন সময় যুদ্ধবিরতির এই আলোচনা ভেঙে পড়তে পারে এবং দুপক্ষের মধ্যে পুরোমাত্রায় সংঘাত শুরু হতে পারে। যুদ্ধবিরতির প্রশ্নে ইসরাইল তার প্রতিশ্রুতি রক্ষা করছে না। কাতারের রাজধানী দোহায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা চলছে। পার্সটুডে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.