চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ঘরের মাঠের টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। এর ফলে পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া সমালোচনা করছেন। এবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে নিশানা বানিয়েছেন শহীদ আফ্রিদি।
পাকিস্তানের সাবেক এই অধিনায়কের দাবি ক্রিকেটই বোঝেন না পিসিবি চেয়ারম্যান। আফ্রিদি বলেন, ‘কয়েকদিন আগে আমি লাহোরে চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। গাদ্দাফি স্টেডিয়ামের মাঠ নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বেশ ভালো ও সুন্দর। তিনি কাজ করছেন এবং আরও কাজ করতে চান। কিন্তু তিনি এটাও বলেন যে, ক্রিকেট সম্পর্কে তিনি কিছুই জানেন না। যখন আপনি ক্রিকেট নিয়ে জানেন না, তখন আপনার উচিত ভালো, টেকনিক্যাল লোকদের সঙ্গে কাজ করা, যারা খেলাটির সঙ্গে যুক্ত।’
২০২৩ বিশ্বকাপের পর থেকেই পরিবর্তনের হাওয়া বইছে পাকিস্তানে। কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টে ব্যপক পরিবর্তন আনা হয়েছে। বদল করা হয়েছে অধিনায়কও। তবে পাকিস্তান দলের পারফরম্যান্সে পরিবর্তন আসেনি তেমন। আফ্রিদি বলেন, ‘নির্বাচক কমিটি ও পরিচালকদের মধ্যে যে মুখগুলো আমরা দেখছি, তারা ক্রিকেট বোঝেন না, তারা সবাই আমলা। ক্রিকেটের সঙ্গে তাদের সম্পর্ক কী? তারা কেন নির্বাচক কমিটিতে বসে আছে? কেন তারা ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা চালাচ্ছে? সবাই পাকিস্তান দল দেখছে, ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী করা উচিত। অভিভাবক ভালো হলে, সন্তান আপনাআপনিই ভালো হবে।’
তিনি আরও যোগ করেন, ‘প্রত্যেক বারই যিনি পিসিবি চেয়ারম্যান হন, তিনিই নে করেন যে, সব কিছু ঠিক করে দিতে পারবেন। কিন্তু মানুষ বদলে গেলেও, সিস্টেমের কেন বদল হয় না? দেখে মনে হচ্ছে, পাকিস্তানের ক্রিকেট এখন আইসিইউতে রয়েছে এবং বড় টুর্নামেন্টের আগেই শুধুই অস্ত্রোপচারের কথা বলা হয়ে থাকে।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.