বরগুনায় ঝোপ থেকে যুবকের মরদেহ উদ্ধার

গভীর রাতে বরগুনা কালিবাড়ি কড়ইতলার ঝোপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মন্টু চন্দ্র দাস। মঙ্গলবার (১১ মার্চ) রাতের বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

মন্টু চন্দ্র দাস একই এলাকার বাসিন্দা। তিনি বরগুনা পৌর মুরগি বাজারের এক দোকানে কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় মন্টু চন্দ্র দাসের মৃত্যু হয়েছে। রাত ১টার দিকে স্বজনরা তার মোবাইল ফোনে কল দিলে বাড়ির পেছনে পুকুরপাড় থেকে ফোনের আওয়াজ শুনতে পান। পরে সেখানে গিয়ে তারা মন্টুর মরদেহ দেখতে পান।

মরদেহটি ছিল কাদা মাখা, হাতে কামড়ের দাগ এবং পরনের কাপড় ছিল ভেজা। এরপর তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করেছি। প্রাথমিক ভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.