সিলেটে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) ফজরের নামাজের পর খাদিম এলাকার ছড়াগাও চা বাগানে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।
এদিকে এই ঘটনায় সিলেট নগরীর শাহপরান এলাকা থেকে রাত ১১টায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন ওই নারীকে ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
গ্রেপ্তার দুইজন হলেন- শাহপরাণ এলাকার মোহাম্মদ রাকিব মিয়া (২৫) এবং ড্রাইভার আব্দুর রহিম।
ধর্ষণের শিকার তরুণীর বোন সাংবাদিকদের বলেন, তার বোন ‘মানসিক ভারসাম্যহীন’। চার দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান।
তিনি বলেন, “কয়েকজন মিলে আমার বোনকে ধর্ষণ করেছে। পরে এক মেম্বার তাকে হাসপাতালে ভর্তি করিয়েছে। ডাক্তার স্যালাইন দিয়েছে।”
ওসমানী হাসপাতালে ভর্তি ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়ে মানসিক ভারসাম্যহীন। গত চারদিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার সন্ধান পাইনি। মঙ্গলবার সকালে আমার আরেক মেয়ের মোবাইল থেকে একটি ফোনকল আসে। ফোনকলে জানানো হয় একটি চা বাগান এলাকায় আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় আছে। এ সময় তাকে উদ্ধার করার কথা জানানো হয়। পরবর্তীতে সিলেট এয়ারপোর্ট থানার পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ওসমানী হাসপাতালে মেয়ের কাছে আসি। যারা তার মেয়ের সঙ্গে এমন পাশবিক কাজ যা করেছে তাদের শাস্তি দাবি করছি।’



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.