মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা বিবেচনা করছেন। ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প এ কথা জানান।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। একপর্যায়ে আমি তার সঙ্গে সাক্ষাৎ করব।’ সোমবার (১০ মার্চ) বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
টিকটক কেনা নিয়ে শিগগিরই একটি চুক্তি আশা করা যায় কি না? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সম্ভবত এটি কিনতে আমরা চারটি ভিন্ন গোষ্ঠীর সঙ্গে কাজ করছি। অনেকে এটি (টিকটক) কিনতে আগ্রহী। এটি কিনব কি না, সে ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব।’
এর আগে ট্রাম্প বলেছিলেন, শি জিনপিং মার্কিন যুক্তরাষ্ট্র সফর করতে পারেন। প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত মাত্র ৪৫ দিনেই দুই দফায় চীনের পণ্যের ওপর মোট ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.