ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় গত সপ্তাহে গাজায় আটক একজন আমেরিকান-ইসরাইলি পণবন্দির মুক্তির বিষয়ে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধির সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন।
হামাস নেতার অন্যতম রাজনৈতিক উপদেষ্টা তাহের আল-নোনো এ তথ্য জানিয়েছে।
আল-নোনো বলেন, দ্বৈত পাসপোর্টধারী একজন বন্দির মুক্তির বিষয়ে দোহায় কয়েক দফা বৈঠক হয়েছে। আমরা মার্কিন প্রতিনিধিদলকে জানিয়ে দিয়েছে যে, এই আলোচনার ভিত্তিতে বন্দিদের মুক্তি দিতে আমাদের আপত্তি নেই। যে পণবন্দিকে নিয়ে আমেরিকা হামাসের সঙ্গে আলোচনা করেছে তার নাম ইদান আলেক্সান্ডার। সে ইসরাইলি সেনাবাহিনীর একজন সৈন্য। তাকে গাজায় হামাসের হাতে আটক সর্বশেষ জীবিত আমেরিকান-ইসরাইলি পণবন্দি বলে মনে করা হয়।
হামাস নেতা আরও বলেছেন, গাজায় চলমান যুদ্ধবিরতি কীভাবে পুরোপুরি বাস্তবায়িত করে এই যুদ্ধের অবসান ঘটানো যায় তা নিয়েও মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষা করে ইতিবাচক উপায়ে আলোচনা করেছি।
মার্কিন সরকার ১৯৯৭ সালে হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। সংগঠনটির সঙ্গে এর আগে কখনও আলোচনায় বসেনি ওয়াশিংটন। তবে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চলছে বলে জানিয়েছিলেন। কিন্তু তিনি আলোচনার বিষয়বস্তু বা কোথায় আলোচনা হচ্ছে তা জানাননি। বিষয়টি তেল আবিবকে ক্ষুব্ধও করেছিল। শেষ পর্যন্ত হামাসের পক্ষ থেকে সে আলোচনা নিশ্চিত করে তার স্থান ও বিষয়বস্তু জানিয়ে দেয়া হলো। পার্সটুডে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.