বিশ্ব ক্রিকেট শাসন করার মতো দল আছে আমাদের: কোহলি

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। রোহিত শর্মা আইসিসি সভাপতি জয় শাহর কাছ থেকে শিরোপা নিয়ে। তুলে দিলেন কুলদীপ যাদবের হাতে। সেই হাত বদলে শ্রেয়াস আইয়ার হয়ে হার্শিত রানার হাতে গেল শিরোপা। এই তরুণরাই আগামী কয়েক বছর ভারতীয় দলের প্রাণভোমরা হবেন সেটা বলে দেয়াই যায়। অনেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে দেখছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলিদের শেষ আইসিসি ওয়ানডে টুর্নামেন্ট হিসেবে। তবে তাদের শেষের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

যদিও টুর্নামেন্ট জিতে ভারতীয় ব্যাটার কোহলি জানিয়েছেন, ড্রেসিংরুমে প্রচুর প্রতিভা রয়েছে। তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা খালি ওদের পথ দেখিয়ে দিচ্ছি। আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি। তাদের জন্যই এই দলকে এত শক্তিশালী দেখাচ্ছে।

সবার কৃতিত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘কঠিন পরিস্থিতিতে সকলে মিলে ম্যাচ জিততে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেটাই দেখিয়েছি। প্রত্যেকে নিজের কাজ করেছে। দলের জয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আমরা অনুশীলনে পরিশ্রম করেছি। সেটা ম্যাচে দেখা গিয়েছে।’

ভারতীয় দলের তরুণদের প্রতি পূর্ণ আস্থা আছে কোহলির। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারের বিশ্বাস আগামী ৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসনের জন্য ভারতীয় দলের ক্রিকেটাররা তৈরি আছেন। এমনকি বিদায় নেয়া নিয়েও পূর্বাভাস দিয়েছেন কোহলি। দলকে ভালো অবস্থানে রেখেই ক্রিকেট ছাড়ার লক্ষ্য তার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.