সিরিয়ায় চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এক বিবৃতিতে অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে প্রতিরোধ সংগঠনটি।
হিজবুল্লাহর গণমাধ্যম বিভাগের বিবৃতিতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পাশাপাশি বিদেশি রাজনৈতিক এজেন্ডা পরিবেশনকারী অপপ্রচার এড়ানোর আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কিছু গোষ্ঠী সিরিয়ায় সংঘটিত ঘটনাবলিতে হিজবুল্লাহর নাম জড়াচ্ছে এবং সেখানে চলমান সংঘাতের একটি পক্ষ হিসেবে হিজবুল্লাহকে অভিযুক্ত করছে। হিজবুল্লাহ দৃঢ়ভাবে ভিত্তিহীন অভিযোগ অস্বীকার করে।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন শাসকগোষ্ঠীর হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং আসাদের অনুগত দলগুলোর মধ্যে মারাত্মক সংঘর্ষ শুরু হওয়ার দুই দিন পর হিজবুল্লাহর পক্ষ থেকে এই বিবৃতিটি এলো।
গত বৃহস্পতিবার রাতে লাতাকিয়া এবং তারতুসসহ পশ্চিম সিরিয়ায় দুই দিনের লড়াইয়ে সেখানে ১ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংগঠনটির তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে ৭৪৫ জনই বেসামরিক নাগরিক, ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও ১৪৮ জন আসাদের অনুগত যোদ্ধা। ওই দুই প্রদেশে মূলত সংখ্যালঘু আলাভি সম্প্রদায় বাস করে। সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আসাদও আলাভি সম্প্রদায় থেকে এসেছেন। পার্সটুডে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.