দেশের সফল শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী আনোয়ার হোসেন এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শনিবার (৮ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৯২তম সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে ভাইস-চেয়ারম্যান নির্বাচন করা হয়। তিনি এসবিএসি ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক এবং ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি ‘এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড’র চেয়ারম্যান।
আনোয়ার হোসেন এইচএআর ইন্ডাস্ট্রিজ, আব্দুল গাফফার অ্যান্ড কোং (প্রাঃ) লিমিটেড ও এজিআই ফ্লেক্স-এর ম্যানেজিং ডিরেক্টর এবং ‘আনোয়ার করপোরেশন’র স্বত্ত্বাধিকারী।
এছাড়া তিনি এসএএফএএইচ সিএনজি ফুয়েলিং স্টেশন লিঃ এবং আসুকা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পরিচালক হিসেবে রয়েছেন। ব্যবসা প্রশাসনে ডিগ্রিধারী তিনি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ব্যবসায়িক পরিবারের মেধাবী ও কর্মঠ সন্তান। তিনি তাঁর দূরদর্শী নেতৃত্বে অর্থনীতি, বাণিজ্য এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.