সিরিয়ার লাতাকিয়ায় সংঘর্ষে নিহত ২৫০

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনী লাতাকিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করছে বলে খবর পাওয়া গেছ।

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনী লাতাকিয়া প্রদেশের উপকণ্ঠে বিক্ষোভকারীদের সঙ্গে সহিংস সংঘর্ষের সময় অন্তত ৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

সংগঠনটি বলেছে, লাতাকিয়া প্রদেশের উপকণ্ঠে আশ-শির এবং আল-মুখতারিয়া উপশহরে ৫২ জনকে হত্যা করেছে। গত বৃহস্পতিবার সিরিয়ার পশ্চিম উপকূলে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর এ নিয়ে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ও অধিকার কর্মীদের প্রকাশিত ফুটেজে দেখা গেছে, একটি বাড়ির বাইরে বেশ কয়েকটি মৃতদেহকে স্তূপ করে রাখা হয়েছে। কাছাকাছি রক্তের দাগ দেখা গেছে।

সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাতাকিয়া ও তারতুসে আজ শনিবার পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। সিরিয়ার হোমস শহরেও কারফিউ জারি করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.