‘এসএমই এক্সিবিশনঃ শোকেসিং ইমপ্যাক্ট’ ইভেন্টের পার্টনার ইবিএল উইমেন ব্যাংকিং

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এসএমই এক্সিবিশনঃ শোকেসিং ইমপ্যাক্ট’ শীর্ষক দিনব্যাপী একটি ইভেন্টে পার্টনার হিসেবে সহযোগিতা করেছে ইবিএল উইমেন ব্যাংকিং (ইস্টার্ন ব্যাংকের নারী ব্যাংকিং বিভাগ)। ইভেন্টের উদ্দেশ্য ছিল নারীদের দ্বারা বা তাদের কল্যানে পরিচালিত এসএমই ও স্টার্টআপগুলোর জন্য বিনিয়োগ প্রাপ্তির সুযোগ সৃষ্টি করা।

বুধবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় ট্রুভ্যাল বাংলাদেশ আয়োজিত ইভেন্টে অংশগ্রহণ করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী এবং জেন্ডার ইনক্লুসিভ ব্যবসার জন্য ক্যাপিটাল প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে কর্মরত বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান।

ইভেন্টের সাইডলাইনে একটি পিচিং সেশনের আয়োজন করা হয় যার উদ্দেশ্য ছিল উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা যেখানে তারা সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে তাদের উদ্যোগকে তুলে ধরতে পারেন। এর মাধ্যমে অর্থায়ন লাভের সুযোগ ও মার্কেটে তাদের প্রসার বৃদ্ধি লাভ করার সুযোগ সৃষ্টি হবে। ইস্টার্ন ব্যাংকের প্রায়োরিটি এবং উইমেন ব্যাংকিং এর প্রধান তানজেরি হক পিচিং সেশনে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন।

এই ইভেন্টে এক্সিবিশন স্টল ছাড়াও ছিল নেটওয়ার্কিং সেশন এবং প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পুরস্কার প্রদান অনুষ্ঠান ইত্যাদি।

ক্যাপশনঃ ‘এসএমই এক্সিবিশনঃ শোকেসিং ইমপ্যাক্ট’ শীর্ষক ইভেন্টে পার্টনার হিসেবে সহযোগিতা করেছে ইবিএল উইমেন ব্যাংকিং। ইভেন্টকালে আয়োজিত পিচিং সেশনে বিজয়ী ‘বাহ’ হ্যান্ডিক্র্যাফটের সহপ্রতিষ্ঠাতা এবং পরিচালক মেরিনা হকের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন কোরিন্নে হেনচোজ পিগানানী। ইস্টার্ন ব্যাংকের প্রায়োরিটি এবং উইমেন ব্যাংকিং’র প্রধান তানজেরি হক এবং ট্রুভ্যালু বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শারাওয়াত ইসলামসহ অন্যান্যদের দেখা যাচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.