গ্রেফতারি এড়াতে লাপাত্তা শ্রীলঙ্কার পুলিশ প্রধান

শ্রীলঙ্কার পুলিশের প্রধান দেশবন্ধু তেন্নাকুন নিখোঁজ। তার বিরুদ্ধে শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি নিখোঁজ। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

এতে বলা হয়, শুক্রবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর রোববার তার সন্ধানে অভিযান পরিচালানা করেছে পুলিশ। একটি কুখ্যাত তল্লাশি অভিযান চালাকালে একজন কর্মকর্তাকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

অভিযোগ আছে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তিনি ওই তল্ল¬াশি অভিযানের নির্দেশ দিয়েছিলেন। সেই থেকে আইজিপি দেশবন্ধু তেন্নাকুন নিখোঁজ। তিনি কোথায় আছেন তা কেউই বলতে পারছেন না। একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালিয়েছিলাম আমরা। কিন্তু তিনি পলাতক। শুধু তার দেহরক্ষীদের রেখে গেছেন। তিনি আরো বলেন, ৫৩ বছর বয়সী তেন্নাকুনের বিরুদ্ধে বিদেশ সফরে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। যাতে তিনি দেশ ছেড়ে যেতে না পারেন।

উল্লে¬খ্য, আইজিপি কলম্বোর একটি পুলিশ ইউনিটকে নির্দেশ দিয়েছিলেন অবকাশ যাপনের শহর ওয়েলিগামায় একটি হোটেলে তল্লাশি চালাতে। অভিযোগ ছিল সেখানে বেআইনিভাবে মাদকের ব্যবসা হয়। কিন্তু স্থানীয় পুলিশ ছদ্মবেশধারী অপারেশনের বিষয়ে অবহিত ছিল না। ফলে রাজধানী থেকে যাওয়া একটি ইউনিটের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বন্দুকযুদ্ধে একজন কর্মকর্তা নিহত হন। অন্যজন গুরুতর আহত হন। তবে ওই হোটেলে কোনো মাদক পাওয়া যায়নি।

২০২৩ সালের নভেম্বরে বিতর্কিতভাবে তেন্নাকুনকে পুলিশ প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। ফলে তার নিয়োগকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়। ফলে আদালত তাকে জুলাইয়ে সাময়িকভাবে বরখাস্ত করে শুনানি শেষ না হওয়া পর্যন্ত। সর্বোচ্চ আদালত অনুসন্ধানে দেখতে পেয়েছে যে, একজন সন্দেহভাজনকে নির্যাতনের রেকর্ড আছে তেন্নাকুনের বিরুদ্ধে। এ নিয়ে আলাদা একটি মামলা আছে। তা সত্ত্বেও তাকে আইজিপি পদে নিয়োগ দেয়া হয়। আদালত ভিকটিমকে প্রায় ৫ লাখ রুপি পরিশোধের নির্দেশ দিয়েছিলেন তেন্নাকুনকে। কিন্তু ওই সময়ের সরকার বিচারবিভাগের নির্দেশ উপেক্ষা করে। তারা তেন্নাকুনের বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী অপরাধ থেকে সুরক্ষা দেয়।

কিন্তু এরপর শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থি অনূঢ়া কুমারা দিশানায়েকে। তিনি সম্প্রতি ওয়াশিংটন থেকে আর্থিক সহায়তা পান। তাকে বিদ্যমান ঋণচুক্তির অধীনে প্রায় ৩৩ কোটি ডলার দেয়ার সবুজ সঙ্কেত দেয় আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ। শ্রীলঙ্কার পারফরমেন্স শক্তিশালী একথা উলে¬খ করে আইএমএফ পরিচালনা পরিষদ সর্বশেষ চার বছরের ঋণচুক্তির অধীনে ওই ঋণ দিতে রাজি হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.