সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ৯ দশমিক ৫২ শতাংশ।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে লিন্ডে বাংলাদেশ। শেয়রটির দর ৭ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা এটিসি টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ভফান্ডের দর বেড়েছে ৪ দশমিক ৪১ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিক, কেডিএস এক্সেসরিজ, ফার্মা এইডস, বিচ হ্যাচারি, স্যালভো কেমিক্যাল, ড্যাফোডিল কম্পিউটার্স এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.