হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। যেখানে অন্যদলগুলো দুবাই-পাকিস্তান মিলিয়ে খেলতে হচ্ছে। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে স্বাগতিক পাকিস্তানকেও দুবাই যেতে হয়েছিল। এক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছে ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই। নানান সমালোচনার পর অবশেষে মুখ খুলেছেন রোহিত শর্মা।
কয়েকদিন আগে ভারতকে নিয়ে সরাসরি মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। একই ভেন্যুতে খেলার কারণে ভারতের সুবিধা বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। এরপর এ নিয়ে মন্তব্য করেন পাকিস্তানের প্রধান কোচ আকিভ জাভেদও। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের সূত্র ধরে ধারাভাষ্য কক্ষে এমন মন্তব্য করতে দেখা গেছে নাসের হুসেইন, মাইকেল আথারটনকেও। প্রায় একই সুরে মন্তব্য করেন সাউথ আফ্রিকার ব্যাটার র্যাসি ভ্যান ডার ডাসেনও।
অন্য সব দলকেই যেখানে ভেন্যু থেকে ভেন্যু, এমনকি শহর থেকে শহরে ছুটোছুটি করতে হচ্ছে, ভারত সেখানে একই শহরে একই হোটেলে থেকে একই মাঠে খেলার সুযোগ পাচ্ছে। এসবের প্রতিক্রিয়াস্বরূপ, পুরো ক্রিকেট বিশ্বকে আইপিএল বর্জন করতে বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকও।
সেমিফাইনালে নামার আগের দিন এসব নিয়ে রোহিত বলেন, ‘প্রতিবারই পিচ আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। আমরা এখানে তিনটি ম্যাচ খেলেছি এবং তিনবারই পিচ ভিন্নভাবে আচরণ করেছে। এটি আমাদের ঘরের মাঠ নয়, এটি দুবাই। আমরা এখানে বেশি ম্যাচ খেলি না, তাই এটি আমাদের জন্যও নতুন। এখানে চার থেকে পাঁচটি ভিন্ন ধরনের পিচ ব্যবহার করা হচ্ছে। আমি জানি না সেমিফাইনালে কোন পিচে খেলা হবে। তবে যাই হোক না কেন, আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে এবং পরিস্থিতি বুঝে খেলতে হবে।’
গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে ভারত। বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দলটি। রোহিতের মতে, দুবাইতে কিছুদিন আগে পৌঁছানোর কারণে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে তার দল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.