ইবিএলের সঙ্গে এসকিউ গ্রুপের পেরোল ব্যাংকিং চুক্তি স্বক্ষর

দেশের বেসরকারি বানিজ্যিক আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) সঙ্গে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম বৈদ্যুতিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকিউ গ্রুপ। সম্প্রতি ঢাকায় ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেছেন।

সোমবার (৩ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং এসকিউ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসকিউ ইলেকট্রিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এ. জেড. এম. মনজুরুল কাদের।

চুক্তির অধীনে এসকিউ গ্রুপের এমপ্লয়ীরা ইস্টার্ন ব্যাংকে বিশেষ সুবিধা ভোগ করবেন, যার মধ্যে রয়েছে ডূয়েল কারেন্সী ডেবিট কার্ড, নিজস্ব চাহিদা অনুযায়ী ঋণ গ্রহণ সুবিধা ইত্যাদি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল হেড অফ বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অফ পেরোল ব্যাংকিং ত্রিশা তাকলীম; এসকিউ গ্রুপের ডিরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) আবদুল্লাহ আল মাসুম, ডিরেক্টর (ট্রেডিং এন্ড প্ল্যানিং) গোলাম সামদানী, সিএফও মোহাম্মদ মামুনুর রশীদ চৌধুরী।

ক্যাপশনঃ ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং এসকিউ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসকিউ ইলেকট্রিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এ. জেড. এম. মনজুরুল কাদের সম্প্রতি ঢাকায় ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেন।

অন্যান্যের মধ্যে ইবিএল হেড অফ বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অফ পেরোল ব্যাংকিং ত্রিশা তাকলীম; এসকিউ গ্রুপের ডিরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) আবদুল্লাহ আল মাসুম, ডিরেক্টর (ট্রেডিং এন্ড প্ল্যানিং) গোলাম সামদানী, সিএফও মোহাম্মদ মামুনুর রশীদ চৌধুরীকে দেখা যাচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.