বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইউক্রেন প্রস্তুত আছে বলে জানিছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার (০২ মার্চ) লন্ডনে ইউক্রেন সঙ্কট নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে এ কথা বলেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হওয়ার কথা ছিল কিয়েভের। এ উপলক্ষে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসে বৈঠকে বসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কি। সেখানে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ইস্যুকে কেন্দ্র করে দুই নেতার উত্তপ্ত বাক্য বিনিময় শেষে ভেস্তে যায় খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়টি। পরে যুক্তরাষ্ট্র ছেড়ে লন্ডনের ল্যাংকেস্টার হাউসে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন জেলেনস্কি।
গতকাল ইউক্রেন সঙ্কট নিয়ে সম্মেলন শেষে সাংবাদিকেরা জেলেনস্কির কাছে খনিজ সম্পদ চুক্তির ভবিষ্যৎ নিয়ে জানতে চান। জবাবে জেলেনস্কি বলেন, ‘খনিজ চুক্তিটি মন্ত্রীদের (উভয় দেশের) সইয়ের জন্য প্রস্তুত রয়েছে। আমরা এটি সই করতে এখনো রাজি আছি।’
ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইউক্রেনে এক মাসের জন্য যুদ্ধবিরতি কার্যকরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি প্রস্তাব সামনে এনেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলেনস্কি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবহিত।’
ইউক্রেন সঙ্কট নিয়ে লন্ডন সম্মেলন শেষে টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, ‘এখানে আমরা ইউক্রেন, আমাদের জনগণ, সেনাবাহিনী ও বেসামরিক নাগরিক এবং আমাদের স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থন অনুভব করেছি।
জেলেনস্কি আরও বলেন, ‘প্রকৃত শান্তি ও নিশ্চিত নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার শক্ত ভিত্তি গড়ার জন্য আমরা ইউরোপের দেশগুলোর সঙ্গে মিলে একযোগে কাজ করছি।’



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.