দক্ষিণ বলিভিয়ার একটি মহাসড়কে শনিবার (১ মার্চ) দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আটজন শিশুসহ কমপক্ষে ৩৭ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে। দেশটিতে এই দুর্ঘটনাটি এ বছরের সবচেয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা।
রবিবার (২ মার্চ) বলিভিয়ার লা পাজ থেকে বার্তা সংস্থা এএফপি বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থ (বাসস) এ খবর নিশ্চিত করেছে।
কর্নেল উইলসন ফ্লোরেস এএফপিকে বলেন, উয়ুনি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় ৪১ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ছয়জন বিদেশী নাগরিক রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন পেরুর নাগরিক এবং তিন বছর বয়সী এক জার্মান মেয়ে শিশু রয়েছে। নিহতদের মধ্যে সাত জন শিশু রয়েছে।
গতকাল শনিবার সকালে একটি সরু দ্বিমুখী রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, যে একটি বাস ওরোরো প্রদেশের দিকে যাচ্ছিল। সেখানে বিখ্যাত ওরোরো কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে, যা লাতিন আমেরিকার অন্যতম বৃহত্তম উৎসব। উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ এখানে আসেন।
পোতোসির প্রসিকিউটর গঞ্জালো অ্যাপারিসিও রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা এবিআইকে বলেছেন, একটি বাসের চালক মদ্যপ ছিলেন এবং দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। চালক বিপরীত লেনে চলে যান এবং উল্টো দিক থেকে আসা সামনের বাসটিকে ধাক্কা দেন।
সরকারি তথ্য অনুসারে, প্রায় ১ কোটি ২০ লাখ বাসিন্দার দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে ১ হাজার ৪০০ জন মানুষ মারা যায়।
বলিভিয়ান অবজারভেটরি অফ সিটিজেন সিকিউরিটির মতে, দক্ষিণ আমেরিকার দেশটিতে মোট সড়ক দুর্ঘটনার ১০ দশমিক ৬ শতাংশই পোটোসিতে ঘটে।
পুলিশের এক প্রতিবেদন অনুসারে, শনিবারের দুর্ঘটনার আগে, এই বছর শুধুমাত্র পোটোসিতেই সড়ক দুর্ঘটনায় ৬৪ জন মারা গেছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.